অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে গাড়িতে ভাঙচুর চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক হয়ে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড ৩ নম্বর সড়ক দিয়ে নেসলে কোম্পানির পণ্য পরিবহনকারী একটি গাড়ি যাচ্ছিল। এ সময় চারজন মোটরসাইকেলে এসে গাড়িটির পথ আটকায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির সামনের কাচ ভেঙে দেয়। পরে চালক গাড়ি থামালে গাড়ির ভেতরে থাকা টাকা লুট করে নেয় ডাকাতেরা।
ঘটনাস্থলের আশপাশের কয়েকটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ডাকাতির পর জনসমক্ষেই পালিয়ে যায় ডাকাতেরা। মোটরসাইকেলযোগে বেড়িবাঁধ সড়ক ধরে ঢাকা উদ্যান এলাকার দিকে যেতে দেখা যায় তাদের মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদদাতা/ ইলিয়াস