এর আগে গত রবিবার মুলামেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকাবাসীরা। এ সময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘মানববন্ধনের বিষয়ে আমরা কেউ কিছু জানতাম না। প্রথম ক্লাস শেষে হঠাৎ প্রধান শিক্ষক এসে মানববন্ধনে যেতে বলেন। আমরা বাড়ি যেতে চাইলে আমাদের জোর করেন। পরে আমরা ভয়ে সবাই মানববন্ধনে যাই।’
শিক্ষার্থীদের মানববন্ধনে জোরপূর্বক অংশগ্রহণ করানোর বিষয়ে প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, ‘মানববন্ধনের ব্যাপারে আমি কোনো শিক্ষার্থীদের জোর করিনি। এলাকার কিছু কুচক্রী মহল কয়েকদিন আগে একটা মানববন্ধনে আমার বিরুদ্ধে অভিযোগ করে অপসারণের দাবি জানিয়েছে। বুধবার বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির লোকজন আমার পক্ষে মানববন্ধন করলে শিক্ষার্থীরা দৌড়ে এসে অংশ নেয়।’
এ বিষয় উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পাল বলেন, মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের কাজ নয়। যদি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে তিনি আইনগত ব্যবস্থা নিতে পারতেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর ও প্রাক্তন শিক্ষার্থীদের আনিত অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে। তাতে যদি সে অভিযুক্ত হয় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদদাতা/ ইলিয়াস