অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল হান্নানের (৫৭) পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে যান তিনি। আব্দুল হান্নান গত ৫ আগস্ট সন্ধ্যায় ঢাকার মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁর বাড়ি সাঁথিয়া উপজেলার এদ্রাকপুর গ্রামে।
এর আগে সকালে আন্দোলনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সঙ্গে তাঁর দপ্তরে কথা বলেন উপাচার্য। প্রায় দু’ঘণ্টা ধরে তিনি ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং আন্দোলনের ঘটনাপ্রবাহ জানতে চান। পাবিপ্রবির আহত ৯ জন শিক্ষার্থী উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন।
উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করা আহত শিক্ষার্থীরা হলেন– ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. সানোয়ার সনি ও মো. আনিছুর রহমান, ইতিহাসের মাসুম বিল্লাহ, ইংরেজির রাকিব হোসেন, ব্যবসায় প্রশাসনের মাহমুদুল হাসান রোহান, সিএসই’র তুষার ইমরান, ব্যবসায় প্রশাসনের মো. তামিম হাসান, পরিসংখ্যানের তাসিন রহমান এবং পদার্থবিজ্ঞান বিভাগের আতাউল্লাহ যোবায়ের।
সংবাদদাতা/ ইলিয়াস