অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় প্রকাশ্যে মাইক্রোবাসে এসে গুলি করে আফতাব উদ্দিন তাহসিনকে (২৬) হত্যা মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার নগরের পাঁচলাইশ থানার হাদুমাঝিপাড়া ও হাটহাজারী-রাউজান উপজেলায় অভিযান চালিয়ে মো. হেলাল ও ইলিয়াস হোসেন অপুকে গ্রেপ্তার করা হয়। তবে হোতা সন্ত্রাসী সাজ্জাদ হোসাইন ওরফে ছোট সাজ্জাদ ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, জিজ্ঞাসাবাদে তাহসিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন হেলাল ও ইলিয়াস। শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
নগরীর চান্দগাঁও থানার অদুরপাড়ায় গত ২১ অক্টোবর বিকেলে একদল যুবক প্রকাশ্যে গুলি করে হত্যা করে তাহসিনকে। এলাকার আধিপত্য নিয়ে দুই সন্ত্রাসী গোষ্ঠী– সারোয়ার হোসেন ওরফে বাবলা ও ছোট সাজ্জাদের বিরোধে খুন হন তাহসিন। তিনি বাবলার অনুসারী ছিলেন। পরিবারের দাবি, নির্মাণসামগ্রীর ব্যবসা করতেন তাহসিন। চাঁদা চেয়ে না পেয়ে তাঁকে হত্যা করেন ছোট সাজ্জাদ। এ ঘটনায় সাজ্জাদসহ পাঁচজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেন নিহতের বাবা মো. মুছা।
সংবাদদাতা/ ইলিয়াস