অনলাইন ডেস্ক : আবাসন প্রতিষ্ঠান ডোম ইনোর কাছে ক্ষতিপূরণসহ ছয় দফা দাবি আদায়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমি ও ফ্ল্যাটের মালিকরা। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাব এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন কর্মসূচিতে নিজেদের দাবি তুলে ধরে ভুক্তভোগীরা বলেন, তারা নিজেদের জমি উন্নয়নের জন্য ডোম ইনোর সঙ্গে চুক্তি করে বছরের পর বছর ঘুরছেন। এছাড়া কাজ ঝুলিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি। তাদের অর্থ নয়ছয় করে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে ব্যবসা বাড়িয়েছে।
ভুক্তভোগীদের দাবির মধ্যে রয়েছে, ডোম ইনোর স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত, প্রতিষ্ঠান ও এর পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ, আবাসন কোম্পানিগুলোর সংগঠন রিহ্যাব থেকে প্রতিষ্ঠানটিকে বহিষ্কার ও ব্যবসায়িক কার্যক্রম নিষিদ্ধ করা।
সংবাদদাতা/ ইলিয়াস