অনলাইন ডেস্ক : দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচামালের (শাকসবজি) বাজার কুমিল্লার নিমসার বাজারে রোববার সকালে অভিযান চালায় বাজার তদারকিতে গঠিত বিশেষ টাস্কফোর্স। একটি চক্রের অবৈধ কার্যক্রমের অভিযোগের সত্যতা পাওয়ায় সব ধরনের খাজনা ও টোল আদায় স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ খবরে ক্রেতা-বিক্রেতাদের মাঝে স্বস্তি দেখা যায়। পালিয়ে যায় অবৈধ কার্যক্রম পরিচালনাকারী চক্রের সদস্যরা।
জানা যায়, আগে থেকেই নিমসার বাজারে অতিরিক্ত খাজনা আদায়ে অতিষ্ঠ ছিল ক্রেতা-বিক্রেতা। এ নিয়ে একাধিকবার প্রশাসন অভিযান চালালেও একই অপকর্মে লিপ্ত হয় ইজারাদার সিন্ডিকেট। এমন পরিস্থিতিতে রোববার আবারও অভিযান চালানো হয়। তবে অভিযান শেষ হওয়ার পর আবারও চক্রটি খাজনা আদায়ে নেমেছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের অভিযোগ, ইজারা ও টোলের নামে প্রতিটি পণ্য থেকেই তিন দফায় চাঁদাবাজি করে আসছে চক্রটি। যে কারণে পাইকারি মূল্যে বেশি দামে শাকসবজি কিনতে হয় খুচরা ব্যবসায়ীদের। পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হয় বলে খুচরা বাজারে দাম বাড়ে।