অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত হয়ে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন ৩২ জনকে নগদ ১ লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সিআরপিতে চিকিৎসাধীন ৩২ জনকে নগদ সহায়তা প্রদান করেন ফাউন্ডেশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এর আগে তিনি সিআরপিতে পৌছে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আহত হয়ে চিকিসাধীন সকলের খোঁজ-খবর নেন এবং ঘুরে ঘুরে তাদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে তাকে সহায়তা করে সিআরপি’র পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছেন তাদের সর্বোচ্চ ১ লক্ষ টাকা এবং যারা শহীদ হয়েছেন তাদের সর্বোচ্চ ৫ লক্ষ টাকা প্রদানের অঙ্গীকার করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় সাভারের সিআরপি হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের খোঁজ-খবর নেওয়া এবং নগদ অর্থ সহায়তা প্রদানের জন্য এখানে এসেছি। এখানে যে ৩২ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রত্যেককে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে চেকের মাধ্যমে এবং ২৭ জনকে বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।
তিনি বলেন, এই এককালীন টাকা দেওয়াটাই শেষ না। আমরা তাদের পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব। আমরা সবাইকে নিয়ে কাজ করছি। ইতিমধ্যে পুরো বাংলাদেশে আমাদের একটা টিম গঠন করা হয়েছে। সেই টিমের মাধ্যমে আমরা সবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, পাশাপাশি ফাউন্ডেশনের হটলাইন নাম্বার চালু করা হয়েছে। সেই নাম্বারে ফোন দিয়ে যেকোনও আহত ব্যক্তি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং তাদের তথ্যগুলো আমাদের দিতে পারবে। তিনি আরও বলেন, যারা এখনও তালিকাভুক্ত হয়নি তারা আমাদের হট লাইন নাম্বারে কল করতে এবং ওয়েবসাইট থেকে ফরম পূরন করতে পারবেন। যারাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হতাহত হয়েছে, অনেকেই বাসায় চিকিৎসা নিয়েছেন তারা ফরমটি ফিলাপ করে আমাদের কাছে জমা দিলে আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।
সংবাদদাতা/ ইলিয়াস