পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই সময় পুলিশ, বিভিন্ন থানা, কারাগার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার ৮২৯টি অস্ত্র এবং ছয় লাখ ছয় হাজার ৭৪২টি গুলি লুট হয়। এর মধ্যে তিন হাজার ৭৬৩টি অস্ত্র এবং দুই লাখ ৮৬ হাজার ৮২টি গুলি উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারের বাইরে রয়েছে দুই হাজারের বেশি অস্ত্র। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর জানান, গত ৪ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করেছে ৩৬৯টি অস্ত্র।
বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, ‘পুলিশের কম জনবল ও মনোবলের কারণে এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আর মোহাম্মদপুরে অনেক আগে থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে।’ তিনি বলেন, ‘অনেক পুলিশ অফিসার আছেন তাঁদের ঠেলাধাক্কা দিয়ে কাজ করাতে হয়। অনেকে আছেন ঝাঁপিয়ে পড়েন। ঝাঁপিয়ে পড়া অফিসারদের সেখানে নিয়োগ দিতে হবে। আর আইজিপি ও ডিএমপি কমিশনারের উচিত এলাকাটিতে গিয়ে বাহিনীর সদস্যদের চাঙ্গা করা। সন্ত্রাসীদেরও দেখাতে হবে পুলিশ অ্যাক্টিভ আছে।’
সংবাদদাতা / ইলিয়াস