অনলাইন ডেস্ক : দম ফেলার ফুসরত নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের। বিশেষ করে যারা তিন ফরম্যাট খেলছেন। পাকিস্তান সিরিজ শেষ করে ভারতের মাটিতে টেস্ট ও টি-২০ খেলেছে বাংলাদেশ। পরেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে ধরতে হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। জয় লক্ষ্য ধরে নামা ম্যাচে অভিজ্ঞতা বিবেচনায় এগিয়ে বাংলাদেশ দল। কিন্তু সাম্প্রতিক ফর্ম, দলের দারুণ পরিবেশ ও আমিরাতের কন্ডিশনে এগিয়ে থাকবে আফগারা।
বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে গত মার্চে। শ্রীলঙ্কার বিপক্ষে ওই সিরিজে অবশ্য জিতেছে বাংলাদেশ। তবে ৭ মাসের বেশি সময় পর মাঠে নামায় কিছুটা জড়তা নাজমুল শান্তর দলে থাকবে। অসুস্থতার কারণে লিটন দাস না থাকয় টপ অর্ডারের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থেকে যাচ্ছে দলের। শারজাহ’র উইকেটে সাকিবকে নিশ্চয় মিস করবে দল। সম্প্রতি আফগানরা আমিরাতে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে হারিয়েছে। সব মিলিয়ে কিছুটা এগিয়েই থাকবে স্বাগতিকরা।
সংবাদদাতা / ইলিয়াস