এবারের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে হত্যাচেষ্টার দুটি ঘটনা, প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক সরে দাঁড়ানো এবং কমলা হ্যারিসের দ্রুত উত্থান উল্লেখযোগ্য বিষয় ছিল। বিলিয়ন ডলারের ব্যয় ও মাসব্যাপী তীব্র প্রচারণার পর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা হচ্ছে।
প্রচারণার শেষ দিনগুলোতে দুই প্রার্থীই সাতটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে (আরিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন) প্রায় সমানে সমান অবস্থানে ছিলেন, যা বিভিন্ন মতামত জরিপে উঠে এসেছে। এই মূল অঙ্গরাজ্যগুলোর ফলাফল খুব কাছাকাছি হলে বিজয়ীর নাম জানতে কয়েক দিনও লেগে যেতে পারে।
সংবাদদাতা / ইলিয়াস