অনলাইন ডেস্ক : যশোরের অভয়নগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্যসহ দু’জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে উপজেলার একতারপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– একতারপুর গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামান রিপন (৪৫) ও ইমন হাসান (৩০)। তাদের মধ্যে রিপন নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী। ইমন হাসান স্থানীয় দৈনিক নওয়াপাড়ার স্টাফ রিপোর্টার ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সদস্য।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যৌথবাহিনীর সদস্যরা গোপনে সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে একতারপুর গ্রামের বাড়ি থেকে নুরুজ্জামান রিপনকে আটক করেন। তাঁর কাছে জাপানি একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি পাওয়া যায়। একই রাতে সাংবাদিক ইমন হাসানকে আটকের পর তাঁর দেওয়া তথ্যে বাড়ির পাশের বিল্ডিং থেকে উদ্ধার করা হয় ৩৬৮ পিস ইয়াবা ও ছয় বোতল ফেনসিডিল।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এতে ওই দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সংবাদদাতা / ইলিয়াস