পুলিশ সুপার বলেন, যদি কোনো গাড়ি রংপুর রিজিয়নে মাসিক চুক্তি করে থাকে বা পুলিশ টাকা নেয়, এ রকম প্রমাণ পাওয়া গেলে নামসহ এডিশনাল আইজির কাছে পাঠানো হবে। শুধু বদলিই বা শাস্তি নয়, ক্রাইম করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তি হবে।
থ্রি হুইলার প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেকটা হাইওয়েতে যেন আলাদা লেন থাকে, যেগুলোতে থ্রি হুইলার বা অন্যান্য যানবাহন চলতে পারে। থ্রি হুইলার আমাদের জীবনের একটি পার্ট হয়ে গেছে। ইচ্ছে করলেই তাদেরকে বন্ধ করতে পারবেন না। মহাসড়কে যেখানে থ্রি হুইলার চলা যাবে না সেই আইন প্রয়োগে কঠিন হবে।
সংবাদদাতা / ইলিয়াস