অনলাইন ডেস্ক : চট্টগ্রামের রাউজান উপজেলার শীর্ষ সন্ত্রাসী ফজল হকের ভাই ১০ মামলার আসামি জানে আলম যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টায় নগরীর কোতয়ালি থানাধীন চেরাগী পাহাড় মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চট্টগ্রামের রাউজান এবং রাঙ্গুনিয়া থানা এলাকার চাঁদাবাজচক্রের মূল হোতা জানে আলম। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।’
এ ঘটনায় ভিকটিম মোহাম্মদ কামাল উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় জানে আলমকে প্রধান এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। র্যাব আরও জানায়, গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জানে আলমের বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান থানায় হত্যা, অস্ত্র, নাশকতা, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টা সংক্রান্ত ১০টি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জেলার রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদদাতা / ইলিয়াস