অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া মোড়-বিরুনীয়া বাজার সড়কে অসংখ্য খানাখন্দে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন যাত্রীসাধারণ। সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন ওই সড়কে চলাচলকারী যানবাহনের চালকসহ যাত্রীরা। জানা যায়, উপজেলার বিরুনীয়া মোড় থেকে বিরুনীয়া বাজার পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৬.৭৬০ কিলোমিটার।
প্রতিদিন আড়াই থেকে তিন শ সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটো যাতায়াত করে ওই সড়কে। আর ওই সব পরিবহনে যাতায়ত করেন ভালুকা উপজেলার, চান্দরাটি, মাহমুদপুর, কংশেরকুল, বিরুনীয়া এবং পাশের গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকার হাজারো মানুষ। পাশাপাশি ওই সড়ক হয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য মালবাহী ট্রাক। অথচ দেড় বছর ধরে ওই সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়ে বিঘ্নিত হচ্ছে যানবাহনের চলাচল।
কথা হলে ওই সড়কে নিয়মিত চলাচলকারী অটোরিকশাচালক উপজেলার কাইচান গ্রামের আবদুল মতিন, কংশেরকুল গ্রামের মহর আলীসহ অনেকেই জানান, বিরুনীয়া মোড় থেকে মাহমুদপুর বাজার পর্যন্ত সড়কের তিন কিলোমিটারের অবস্থা খুবই খারাপ। সড়কের ওই অংশে বিভিন্ন স্থানে এক থেকে দেড় ফুট গভীর গর্ত হয়ে আছে। বিশেষ করে হঢ়পলা সড়কের বাওয়া কাঁইয়াবাড়ি মোড়, চান্দরাটি মোড় ও মাহমুদপুরে ইউনিয়ন পরিষদের পাশের অবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টি হলে সড়কে পানি জমে যায়।
তা ছাড়া বছরখানেক আগে ভারি বর্ষণে কংশেরকুল এলাকায় সুতিয়া নদীর তীরে সড়কটির দেড় শত ফুট দেবে গিয়েছিল। মাটি ফেলে স্থানটি ভরাট করা হয়েছে। এখন সামান্য বৃষ্টি হলে ওই স্থান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায় না। তাঁরা আরো জানান, নাজুক অবস্থার কারণে ওই সড়কে প্রায়ই অটোরিকশা উল্টে দুর্ঘটনা ঘটে। চালক ও যাত্রীরা আহত হন।
চলাচলের সময় ভাঙা সড়কে অটোরিকশা নষ্ট হয়। অনেক সময় পানি ঢুকে গাড়ি বন্ধ হয়ে যায়। বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হোসাইন জানান, সড়কটির বিষয়ে উপজেলা পরিষদের সভায় একাধিকবার আলোচনা হয়েছে। ভালুকা উপজেলা প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, সড়কটি মেরামতের জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তাব দেওয়া আছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে জরুরি ভিত্তিতে সড়কটি মেরামত করা হবে।
সংবাদদাতা/ ইলিয়াস