অনলাইন ডেস্ক : দেশব্যাপী চলমান কোটাবিরোধী আন্দোলনে একাত্মতা জানিয়ে রাস্তায় নেমেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। দেশব্যাপী চলমান বাংলা ব্লকেডের অংশ হিসেবে চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন তাঁরা। আজ বুধবার (১০ জুলাই) বেলা ৩টা থেকে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
সড়কে অবস্থানকালে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাফুজার রহমান মোহাব্বত বলেন, ‘স্বাধীনতার এত বছর পরও এই বৈষম্যমূলক কোটা আমরা সংবিধান ও মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী বলে মনে করি। বৈষম্যমুক্ত দেশ গঠনের জন্য মুক্তিযোদ্ধাদের যে ত্যাগ, তাদের জীবনদানের সঙ্গে বরাদ্দকৃত কোটা সাংঘর্ষিক। তাই তাদের তৃতীয় প্রজন্মের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংস্কার করে নির্বাহী আদেশ দিতে হবে। মোট কোটা ৫ শতাংশে সীমাবদ্ধ করতে হবে।’ আন্দোলনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, শিক্ষকদের কর্মবিরতির কারণে অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে নেই।
তাই আমরা যারা এখানে যারা আছি, সবাই আগামী দিন থেকে চট্টগ্রাম শহরে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেব। পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাশাক আল আবিদ বলেন, ‘চুয়েটে ক্লাস বন্ধ থাকায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম। অনেক শিক্ষার্থী যার যার অবস্থান থেকে দেশব্যাপী বিভিন্ন স্থানে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা ক্যাম্পাসে অবস্থান করছি তারা আজ মানববন্ধনে অংশগ্রহণ করছি।
আমাদের দাবি একটাই। এই অযৌক্তিক ৫৬ শতাংশ কোটা বহাল না রেখে সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, আদিবাসী, নারী ও মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের সন্তানদের জন্য যৌক্তিক কোটা আপ্যায়ন করা হোক। অর্থাৎ একটি সংগতিপূর্ণ কোটা সংস্কার করে মেধাবীদের দেশ গড়ার সুযোগ করে দেওয়া হোক।
সংবাদদাতা/ ইলিয়াস