একটি অভিযোগ দেন মানারত ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নিহত শিক্ষার্থী আহনাফ আবীর আশরাফুল্লাহর বোন সাইয়েদা আক্তার। আবীর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের দিন গত ৫ আগস্ট সকাল ৯টার দিকে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচার গুলিতে ঘটনাস্থলে নিহত হন আবীর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১) (২) ধারা অনুসারে আসামিদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছেন অভিযোগকারীরা।তদন্ত সংস্থার উপ-পরিচালক (প্রশাসন) মো. আতাউর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বুধবার (৫ আগস্ট) তিনটি অভিযোগ কমপ্লেন্ট রেজিস্ট্রিভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ১৪টি অভিযোগ কমপ্লেইন্ট রেজিস্ট্রিভুক্ত করেছে তদন্ত সংস্থা। ১৩টি অভিযোগ কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনকেন্দ্রিক। একটি অভিযোগ ২০১৩ সালে হেফাজতে ইসলামের কর্মসূচিকে ঘিরে। ১২টি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।’
সংবাদদাতা/ ইলিয়াস