অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দেওয়ান মনোহর খাঁর বাগে অবস্থিত দেওয়ানবাগ পীরের আস্তানা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা। শুক্রবার সকাল থেকে ভাঙচুর ও লুটপাট শুরু হয়। এক পর্যায়ে আস্তানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। বিকেল ৪টা পর্যন্ত জ্বলে সেই আগুন। পরে এলাকার লোকজনই আগুন নেভায়।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে বিতর্কিত দেওয়ানবাগ পীরের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি নেয় তাঁর অনুসারীরা। এ সময় দেওয়ানবাগ পীরের আস্তানার পাশে দেওয়ানবাগ জামে মসজিদের মুসল্লিরা বাধা দিলে পীরের অনুসারীরা মুসল্লিদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে শুক্রবার সকাল ৭টায় বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের ৮-১০ গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেওয়ানবাগ পীরের আস্তানায় হামলা চালায়। ভাঙচুর ও লুটপাটের এক পর্যায়ে তারা আস্তানায় আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে জেলা পুলিশের এএসপি বিল্লাল হোসেন ও বন্দর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।