অনলাইন ডেস্ক : প্রথম মিনিটেই ইতালির জালে বল পাঠিয়ে উল্লাসে মেতে ওঠে ফ্রান্স। দুর্দান্ত শুরুর পর খেই হারিয়ে শেষপর্যন্ত ইতালির সঙ্গে আর পেরে ওঠেনি কাতার বিশ্বকাপের রানার্সআপ দলটি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উয়েফা নেশন্স লিগের নতুন আসরে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ইতালি। এতে ৭০ বছর পর ফ্রান্সের মাটিতে জিতেছে আজ্জুরিরা।
নেশন্স লিগের প্রথম ম্যাচে যথেষ্ট শক্তিশালী দলই নামিয়েছিল ফ্রান্স। ১৩ সেকেন্ডে ব্র্যাডলি বারকোলার গোলে এগিয়েও যায় ফ্রান্স। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে অক্ষম হয় ফ্রেঞ্চ ডিফেন্স। ৩০ মিনিটের মাথায় ফেডেরিক ডাইমার্কোর করা গোলে সমতায় ফেরে ইতালি। এরপর প্রথমার্ধে দুই শিবিরের কেউই আর গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্নক হয়ে উঠে ইতালি। ৫০ মিনিটের মাথায় গোল করে ইতালিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডেভিড ফ্রাটেসি। ৭৪ মিনিটে জিয়াকোমো রাসপেডোরির করা গোলে ব্যবধান বেড়ে হয় ৩-১ এই জয়ে প্রাথমিকভাবে গ্ৰুপের শীর্ষে আছে ইতালি। নেশন্স লিগে একই রাতের অন্য ম্যাচে ইসরায়েলকে ৩–১ গোলে হারিয়েছে বেলজিয়াম। তবে তুরস্ক ও ওয়েলশের ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। আর অস্ট্রিয়া ১–১ গোলে ড্র করেছে স্লোভিয়ার সঙ্গে।
সংবাদদাতা/ ইলিয়াস