অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে গত বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। হত্যা মামলার আসামী হয়েও সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলেছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। সে কারণে দেশে ফেরেননি দলের সঙ্গে।
এখন ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি খেলতে অবস্থান করছেন সাকিব। আজ সোমবার সাকিবের দল সারে মুখোমুখি হবে সমারসেটের। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩.৩০টায় টন্টনে শুরু হবে, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। সেখানেই আজ মাঠে নামার অপেক্ষায় আছেন এ অলরাউন্ডার।
সারের জন্য এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কাউন্টিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে সারে (১৯৩ পয়েন্ট)। দুইয়ে থাকা সমারসেটের থেকে তারা ২৪ পয়েন্টে এগিয়ে। ম্যাচ বাকি তিনটি। টন্টনে সমারসেটের বিপক্ষে এই ম্যাচটিই তাদের টানা তৃতীয় শিরোপার ফয়সালা করে দিতে পারে। এজন্য ম্যাচটিকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে সারে। সাকিবসহ এই স্কোয়াডে ডাক দেওয়া হয়েছে টম কারেন, জস ব্লেক, বেন গেডেস এবং ইউসেফ মাজিদকে।
কাউন্টিতে সারে দলে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন ইংল্যান্ডের দুই তারকা ওপেনার ররি বার্নস ও ডম সিবলিকে। দলটির নেতৃত্ব অবশ্য ররি বার্নসের কাঁধে। বিপরীতে সমারসেটের স্কোয়াডে টম অ্যাবেল, টম ব্যান্টন, ক্রেইগ ওভারটন, জশ ডেভি, জ্যাক বল, জ্যাক লিচ এবং আর্চি ভনের মতো ক্রিকেটাররা আছেন। সাকিবের সঙ্গে সারের চুক্তি কেবল এক ম্যাচের জন্যই। বাংলাদেশের অলরাউন্ডারকে ফিরতে হবে সমারসেটের বিপক্ষে ম্যাচের পরেই। ভারতে দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।
সংবাদদাতা/ ইলিয়াস