গোলাম পরওয়ার বলেন, ‘শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমাদেরই রক্ষা করতে হবে। এখনো দেশের বাইরে থেকে ষড়যন্ত্র চলছে, আমাদের সচেতন থাকতে হবে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের চিহ্নিত করতে হবে। তাদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনে ১৫ বছরের দলবাজ আমলাদের পরিষ্কার করে তারপরে নির্বাচন দিতে হবে। তাড়াহুড়া করার কিছু নেই। দেশ সংস্কারের পর যৌক্তিক সময়ে নির্বাচন চাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। সভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ চারজনের পরিবারের হাতে দুই লাখ টাকা করে অনুদান তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারিসহ অন্য নেতারা। পরে আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া করা হয়।