চলতি বছরে ডেঙ্গুতে যত মৃত্যু হয়েছে এর মধ্যে ২১ থেকে ৩০ বছরে মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি, যা মোট মৃত্যুর ২২ শতাংশ। শূন্য থেকে পাঁচ বছরের কম বয়সে মৃত্যু ছয়জন, ৬ থেকে ১০ বছরে কম বয়সে ১০ জন, ১১ থেকে ১৫ বছরে দুজন, ১৬ থেকে ২০ বছরের কম বয়সে আটজন, ২১ থেকে ২৫ বছরে ১১ জন ও ২৬ থেকে ৩০ বছরের কম ১১ জন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের ফোরকাস্টিং মডেল (পূর্বাভাস) বলছে, সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি খারাপ থাকবে। এটি অক্টোবর পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সিটি করপোরেশনগুলোর এখন থেকেই এডিস মশা নিধনে সক্রিয় হওয়া জরুরি। এর সঙ্গে স্বাস্থ্যসেবা নিয়েও ভাবতে হবে।’
কবিরুল বাশার আরো বলেন, বৃষ্টির ধরন বদলে যাওয়া, গত কয়েক বছরে ডেঙ্গুর একই সেরোটাইপ (ধরন), তাপমাত্রা বেশি থাকায় এডিস মশা প্রজননের উপযোগী না হওয়ার কারণে এ বছর এ পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ গত বছরের তুলনায় কম। তবে সংক্রমণের তুলনায় মৃত্যুর হার বেশি। তাই কম বলে আত্মতৃপ্তির কারণ নেই।