পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তার অন্য সহযোগী মো. সানাউল্লাহকে লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও পুরান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় নিহত শাহজাহান সাইমুনের ব্যবহৃত একটি মোবাইল এবং ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গণিপুর গ্রামের চেয়ারম্যানবাড়ির মো. আমিনুল ইসলাম দুলালের ছেলে মো. আবদুল ওয়াদুদ মানিক (২৪) এবং লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও পুরান বাজার এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. সানাউল্লাহ (২৪)।
ওই ঘটনায় সাইমুনের বাবা মো. আব্দুল হান্নান লাকসাম থানায় একটি হত্যা মামলা করেন। এই ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের কুমিল্লার আদালতে পাঠানো হলে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সংবাদদাতা/ ইলিয়াস