অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, তরুণ সমাজ ও ছাত্র-জনতার রক্তের বন্যা বইয়ে জীবনকে বিসর্জন দিয়ে সব অন্যায়কে ভাসিয়ে গণ-অভ্যুত্থান ঘটিয়েছে। সেই জায়গা থেকে ছাত্র-জনতা সন্ত্রাস-চাঁদাবাজিসহ সব অন্যায়কে প্রতিহত করতে সব সময় সোচ্চার থাকবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘টাঙ্গাইলে এসে সদর ভূমি অফিসের ব্যানারটি আমার প্রথম চোখে পড়ে। সেখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না বলে জানতে পেরেছি।’ এখন থেকে এসব আর হবে না বলে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি করে দেন তিনি। তিনি বলেন, ‘টাঙ্গাইল মেডিক্যাল কলেজ পতিত সরকারের ফ্যাসিস্ট হাসিনার নামে নামকরণ করা হয়েছে। তা অবিলম্বে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ নামকরণ প্রতিস্থাপন করা হোক।