গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। এতে সংগঠনটির সমন্বয়ক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় কাজী সাইফুল হক পনির সভাপতিত্ব করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘গত বছর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার একটি গণবিরোধী শিক্ষাক্রম চালু করে। বাংলাদেশের মতো অনুন্নত দেশের সঙ্গে এই শিক্ষা কারিকুলাম যায় না। আমরা সরকারকে তা বাতিলের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা আমাদের দাবি না মেনে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি আমাদের কোচিং ব্যবসায়ী বলে ট্যাগ দেন।