অনলাইন ডেস্ক : বাংলাদেশে ‘সাংবাদিক হয়রানি’ ও প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে দাবি করে, তা নিয়ে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে সাংবাদিকদের চারটি সংগঠন। শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনগুলো হলো– ফরেন করেসপনডেন্ট ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি), প্রেস ক্লাব অব ইন্ডিয়া (পিসিআই), ইন্ডিয়ান ওমেনস প্রেস কর্পস (আইডব্লিউপিসি) ও প্রেস অ্যাসোসিয়েশন (পিএ)।
চিঠিতে বলা হয়, হত্যা মামলায় অন্তত ৫২ জন সম্মানিত সাংবাদিককে আসামি করা, তাদের কাউকে কাউকে কারারুদ্ধ করা, কারও কারও বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ মতপ্রকাশের স্বাধীনতার ভয়াবহ লঙ্ঘন। আমাদের প্রত্যাশা, আপনি আমাদের সঙ্গে এই মতে বিশ্বাস করেন, মুক্ত গণমাধ্যম নিয়ে বাংলাদেশের গর্ব করা উচিত। ভিন্নমতকে দমন এবং মত ও ভাবনা প্রকাশের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন করা কেবল আপনার প্রশাসনের নয়, দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিকেও বিনষ্ট করবে। চিঠিতে এফসিসি সভাপতি এস ভেনকেট নারায়ণ, পিসিআই সভাপতি গৌতম লাহিড়ী, আইডব্লিউপিসির সভাপতি পারুল শর্মা ও পিএর সভাপতি ছায়া কান্ত নায়ক সই করেছেন।
এতে বলা হয়, যারা গণমাধ্যমের স্বাধীনতার শত্রু, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য জোর আহ্বান জানাচ্ছি। তারা যদি সাংবাদিক হয়রানিতে জড়িত থাকে, তাহলে ব্যবস্থা নিন।
নোবেল বিজয়ী হিসেবে অনুরোধ থাকবে, যাতে আপনি ব্যক্তিগতভাবে এতে হস্তক্ষেপ করেন এবং সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে ভয়ভীতি ছাড়া কাজ চালিয়ে যেতে পারেন, সেজন্য তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবেন। চিঠিতে চার সংগঠন গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি জানায়।
সংবাদদাতা/ ইলিয়াস