কম্পানি সচিব মো. মহিউদ্দিন সরদার বলেন, ‘এই সম্প্রসারণের মাধ্যমে আমরা আমাদের উৎপাদন সক্ষমতা দ্বিগুণেরও বেশি করার পরিকল্পনা করছি। পাশাপাশি মার্কেট শেয়ার বাড়ানোর লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে একটি বৃহৎ মার্কেট সেগমেন্টের কাছে পৌঁছানোর পরিকল্পনা করছি।’
গতকাল সোমবার লভেলোর শেয়ারদর ছিল ৭৯ টাকা ৭০ পয়সা। গত সাত কার্যদিবসে স্টক এক্সচেঞ্জে কম্পানিটির শেয়ারের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিক্রি বাড়ার সুবাদে ৭৩ শতাংশ মুনাফা বেড়েছে বলে জানিয়েছে আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
মুনাফা বৃদ্ধির বিষয়ে কম্পানিটি জানায়, আইসক্রিমের ব্যবসা মৌসুমভিত্তিক। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত গ্রীষ্ম শুরু হওয়ায় আইসক্রিম বিক্রি বেড়েছে। তবে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত প্রথম ৯ মাসে কম্পানিটির মুনাফা হয়েছে ১০.৮৫ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯.৬৫ কোটি টাকা।
সংবাদদাতা/ ইলিয়াস