অনলাইন ডেস্ক : একজন শীর্ষস্থানীয় হামাস কর্মকর্তা রবিবার এএফপিকে জানিয়েছেন, গাজা উপত্যকায় ১১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ক্ষয়ক্ষতি সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ফিলিস্তিনি ইসলামী আন্দোলনের কাছে পর্যাপ্ত সম্পদ রয়েছে। ওসামা হামদান ইস্তাম্বুলে এএফপির সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেন, ‘প্রতিরোধ চালিয়ে উচ্চ সক্ষমতা রয়েছে। অনেকে শহীদ হয়েছে এবং অনেক ত্যাগ স্বীকার করা হয়েছে…কিন্তু বিনিময়ে প্রতিরোধের অভিজ্ঞতা সঞ্চয় ও নতুন প্রজন্মের নিয়োগ হয়েছে।’
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বক্তব্যের প্রায় এক সপ্তাহ পর তার এই মন্তব্য এলো। গ্যালান্ট সাংবাদিকদের বলেছিলেন, গাজায় সামরিক সংগঠন হিসেবে হামাসের অস্তিত্ব আর নেই, গত বছরের ৭ অক্টোবর যাদের হামলার পর যুদ্ধ শুরু হয়েছিল।