অনলাইন ডেস্ক : বাজারে গ্রাহকদের চাহিদামতো সিম সরবরাহসহ ১৪ দফা দাবি জানিয়েছে টেলিটক ডিলার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (টিডিএবি)। সংগঠনটির অভিযোগ, বিগত সরকারের আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের আশীর্বাদপুষ্ট হয়ে বর্তমান সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট টেলিটককে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে।
গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিট (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সদস্যরা। টেলিটক ডিলারদের ন্যায্য পাওনা আদায় এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসন সংস্কার করে টেলিটককে লাভজনক প্রতিষ্ঠান করার লক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিডিএবি।
এ ছাড়া বিগত সরকারের আশীর্বাদপুষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর পদ রদবদল করে সংস্কার এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তাদের টেলিটকে নিয়োগ দেওয়া থেকে বিরত রাখা; টেলি-পে অ্যাপস ও সিম অ্যাক্টিভেশন অ্যাপ আপগ্রেড করা; সব টাওয়ারে ব্যাটারি ব্যাকআপরে ব্যবস্থা করা; দ্রুত সব টুজি টাওয়ারকে ফোরজিতে রূপান্তর করা; ডাটা ব্যবহারের জন্য স্পেশাল স্টুডেন্ট সিম প্যাকেজ আনা। এসব দাবি মেনে না নেওয়া পর্যন্ত সারা দেশের ডিলাররা লিফটিং ও মার্কেটিংয়ের কাজ বন্ধ রাখবে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টিডিএবির সমন্বয়ক মো. নুরুল ইসলাম, রাজশাহীর ডিলার মো. তোফায়েল হোসেন তপু, ভৈরবের ডিলার মকলেছুর রহমান সজিব প্রমুখ।
সংবাদদাতা/ ইলিয়াস