অনলাইন ডেস্ক : পেঁয়াজ রপ্তানিতে ভারতের ন্যূনতম রপ্তানি মূল্য ও শুল্ক কমানাের প্রভাব পড়েনি ঢাকার বাজারে। আগের দামেই বিক্রি হচ্ছে মসলাজাতীয় পণ্যটি। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, আমদানির প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে। দেশে পেঁয়াজ ঢুকলে দর কমে আসবে।
গতকাল রোববার ঢাকার কয়েকটি খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, আগের মতোই প্রতি কেজি দেশি পেঁয়াজ ১১০ থেকে ১১৫ টাকা এবং আমদানি করা পাকিস্তানি পেঁয়াজ ১০০ থেকে ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এ দর গত বছরের একই সময়ের চেয়ে ৫০ শতাংশের মতো বেশি।
এ বিষয়ে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ সমকালকে বলেন, এরই মধ্যে ভারত থেকে পেঁয়াজ আনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রক্রিয়া শেষে দেশে আসতে সপ্তাহখানেকের মতো লাগতে পারে। এরই মধ্যে হিলি এলাকায় কেজিতে ৫ টাকার মতো কমে গেছে। তবে পেঁয়াজ আসা শুরু হলেও কেজিতে ১০ থেকে ১৫ টাকার মতো কমতে পারে।
সংবাদদাতা/ ইলিয়াস