অনলাইন ডেস্ক : ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিকভাবে কাজ চলছে। অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে ফিরেছে। তবে বিভিন্ন দাবির কারণে ১৬টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। শিল্পাঞ্চলে কারখানা এবং শ্রমিকদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শিল্পাঞ্চল আশুলিয়ার ডিইপিজেড, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, চক্রবর্তী, জামগড়া, জিরানি, বাড়ইপাড়া এলাকায় আজ সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। তবে শিল্পাঞ্চল আশুলিয়ায় ১৮৬৩টি পোশাক কারখানার মধ্যে ১৬টি কারখানা বন্ধ রয়েছে।
এর মধ্যে ১৩টি পোশাক কারখানা ১৩(১) ধারায় অনিদিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া ৩টি পোশাক কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
বাংলাদেশ গামের্ন্টেস ও সোয়েটার্স শ্রমিক টেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় কারখানাগুলোতে স্বাভাবিকভাবেই কাজ চলছে। সকাল থেকেই পোশাক কারখানাগুলোতে কাজ যোগ দিয়েছেন শ্রমিকরা। পর্যায়ক্রমে কারখানার মালিকপক্ষ আলোচনা করে শ্রমিকদের সমস্যাগুলো সমাধান করছে। তবে নতুন করে কারখানায় শ্রমিকদের ছাটাই করা হচ্ছে বলে জানান তিনি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ ১৩টি পোশাক কারখানা ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে। এছাড়াও ৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোতে স্বাভাবিকভাবেই কাজ চলছে। এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সংবাদদাতা/ ইলিয়াস