অনলাইন ডেস্ক : গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের পর আজ শনিবার বিকেলে সিলেটে ঝড় হয়েছে। ফলে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। ঝড়ে চলাকালে সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে মারা গেছেন শিশুসহ দুই জন। অপরদিকে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসের উপরে একটি বড় গাছ উপড়ে পড়ে। এতে মাইক্রোবাসের চার যাত্রী আহত হয়েছেন। এছাড়া সিলেটের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, তীব্র গরমের পর আজ শনিবার বিকেলে সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হলে এর সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে মারা যান জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৭) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫)। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি এলাকায় চলন্ত মাইক্রোবাসের উপর একটি বটগাছ ভেঙে পড়লে চার যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কেটে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তাদের পরিচয় জানা যায়নি। এছাড়া নগরীসহ বিভিন্ন উপজেলায় বেশ কিছু গাছ ও ডালপালা ঝড় তুফানের সময় ভেঙে পড়ে বলে জানা গেছে।
সংবাদদাতা/ ইলিয়াস