বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত সাংবাদিকদের ডাটাবেজ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে অনেক সাংবাদিক আহত হয়েছে, অনেকে নিহত হয়েছেন। কে কোথায় কিভাবে নিহত হয়েছে তার সঠিক ডাটাবেজ তৈরি করতে হবে। তাদের পরিবার কিভাবে চলছে সেগুলোর খোঁজখবর নেওয়া উচিত। এজন্য প্রেসক্লাবের সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
ড. মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধানের দায়িত্ব দেওয়া দেশের জন্য স্বস্তির উল্লেখ করে তিনি বলেন, দেশে অনেক বড় পরিবর্তন হচ্ছে। তবে কিছু ছন্দপতন আছে। কারণ বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনেক বিস্তর। গত ১৫ বছর এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। মানুষের এসব সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে। এজন্য সবাই এক সাথে কাজ করতে হবে।
গত ১৫ বছরের স্বৈরশাসনের যাতাকলে বঞ্চিত হওয়া পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরি করে বিভিন্ন মিডিয়া হাউজে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সাংবাদিক নেতাদের আহ্বান জানান। তিনি বলেন, বঞ্চিত সব সাংবাদিকের তালিকা তৈরি করে সরাসরি পত্রিকা বা টেলিভিশন মালিকদের কাছে দিন। অনুষ্ঠানে বলা হয়, দাতব্য সংস্থার লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে মানুষের সহায়তা করে আসছে। ভবিষ্যতে এই সংস্থাটি বাংলাদেশের মানুষের পাশে আরো ভালোভাবে দাঁড়াতে চায়।
সংবাদদাতা/ ইলিয়াস