অনলাইন ডেস্ক : দীর্ঘ ১১২ দিন ফের ক্লাসরুমে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। ঈদুল আজহার পরে ছুটি কাটিয়ে ফেরার আগেই শিক্ষকদের কর্মবিরতি আর পরে আন্দোলনে সরকার পতনে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ রোববারে ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস দেখা গেছে শিক্ষার্থীদের মাঝে, প্রাণচঞ্চল স্বাভাবিকরূপ ফিরেছে ক্যাম্পাসে। তবে সমাজবিজ্ঞান বিভাগ ও অপরাধবিজ্ঞান বিভাগে ক্লাস বন্ধ রয়েছে এখনও। সেখানে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন চলছে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় ২২ সেপ্টেম্বর থেকে সব ব্যাচের ক্লাস শুরু এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ দিকে বিভিন্ন অনুষদে সেমিস্টারের সময় কমিয়ে আনা হয়েছে। ছয়মাসের সেমিস্টার তিনমাস-চারমাসে নামিয়ে আনা হয়েছে ক্ষয়ক্ষতি এড়াতে।
উপাচার্য বলেন, ‘আমরা দীর্ঘ সময় পর ক্লাসে ফিরতে সক্ষম হয়েছি। আমাদের এখনও কিছু প্রতিবন্ধকতা রয়ে গিয়েছে। শিক্ষার্থীদের যে একটা গ্যাপ তৈরি হয়েছে সেটি আমরা খুব দ্রুত পূরণের চেষ্টা করব। আমরা এখনও কিছু বিভাগের ক্লাস শুরু করতে পারিনি। আমাদের ছাত্র-শিক্ষকদের সাহায্য প্রয়োজন।’
এ দিকে সমাজবিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের ছাত্রী রওনক জাহান রিফা বলেন, ‘বিভাগের শিক্ষক জিনাত হুদা, মশিউর রহমান, সাদেকা হালিম এবং আ ক ম জামাল উদ্দীনের পদত্যাগসহ ৪ দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। কিন্তু এখনও কোনো যৌক্তিক সমাধান আমরা পাইনি। আমাদের দাবি আদায় হলে আমরা ক্লাসে ফিরব।’
সংবাদদাতা/ ইলিয়াস