অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাবেক এমপি (কুমিল্লা-৮) অস্ট্রেলিয়া পলাতক আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ। ঠিকাদারি খাতে তার ব্যবসায়ী সহযোগী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাতিজা ফজলুল করিম তমাল এবং শফি উদ্দিনের ভাই সোহেল আহমেদের অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।
শফি উদ্দিন সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এবং তার ভাই সোহেল আহমেদ ব্যাংকটির পরিচালক। ওবায়দুল কাদরের ভাতিজা ফজলুল করিমসহ এই তিনজন মিলে বিএমআইটি সল্যুশনস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মাধ্যমে তারা বিদ্যুৎ, জ্বালানি ও তথ্য প্রযুক্তি খাতের হাজার-হাজার কোটি টাকার কাজ করেছেন। যেখানে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ রয়েছে। শফি উদ্দিন গত ৩১ জুলাই দেশ ছেড়ে অস্ট্রেলিয়া চলে যান। এর পর আর দেশে ফেরেননি। ফজলুল করিমও দেশ ছেড়েছেন বলে জানা গেছে।
সংবাদদাতা/ ইলিয়াস