অনলাইন ডেস্ক : প্রথম টেস্ট পাঁচ দিন খেলা হলে গতকালও ব্যস্ত থাকতেন নাজমুল হোসেন শান্তরা। রোহিত শর্মারা চার দিনে ম্যাচ জিতে তা থেকে মুক্তি দিয়েছেন সফরকারীদের। এক দিন বিশ্রাম পেয়ে চেন্নাইয়ে এদিক-ওদিক যাওয়ার সুযোগ পেয়েছিলেন ক্রিকেটাররা। আজ তারা যাচ্ছেন দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরে। বাংলাদেশ-ভারত উভয় দলের জন্যই বিশেষ বিমান ভাড়া করে রেখেছে বিসিসিআই, দুপুর দেড়টায় উড়াল দেওয়ার সময়ও নির্ধারণ করা।
কারণ ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর কানপুরে হবে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট। এই শহর থেকেই কয়েক দিনের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন টি২০ ক্রিকেটাররা। কারণ কানপুরের খুব কাছে গোয়ালিয়রে হবে তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথমটি। বিশ্বকাপের পর বাংলাদেশ দলের প্রথম টি২০ সিরিজও এটি। যে সিরিজ দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের দল তৈরির সূচনাও। তাই ভারতের বিপক্ষে টি২০ সিরিজের স্কোয়াডে একাধিক নতুন মুখ দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই।
তানজিদ তামিম টানা দুই বিশ্বকাপে ভালো করতে না পারলেও অভিজ্ঞ করে তুলতে নিয়মিত খেলার সুযোগ দেওয়া হবে বলে দল সূত্রে জানা গেছে। টি২০ দল নিয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘২০২৬ বিশ্বকাপ খেলার আগে বিপিএল ও এনসিএল টি২০ লিগ খেলব। তার পর আমরা টি২০ বিশ্বকাপের জন্য চিন্তা-ভাবনা করব। আগামী বছর বিপিএলের পরে টি২০ বিশ্বকাপের আগে ১৮টি ম্যাচ রয়েছে। সেখান থেকে সুন্দর একটা ভারসাম্য দলের স্বপ্ন দেখছি। এখনই কী করব, তা বলতে চাচ্ছি না।’