অনলাইন ডেস্ক : স্বামীর সঙ্গে অনেক দিন ধরে বনিবনা নেই এক বৃদ্ধার। প্রায় ছয় বছর যাবৎ সম্পত্তি নিয়ে দু’জনের মধ্যে বিবাদ চলছে। এরইমধ্যে সেই বৃদ্ধা ভরণপোষণের দাবিতে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। এরপরই বৃদ্ধার স্বামীও পাল্টা মামলা করলেন। আর এতেই বিস্মিত আদালতের বিচারক। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ভারতের এলাহাবাদ হাইকোর্ট মামলার পর্যবেক্ষণে বিচারক বলেন, মনে হচ্ছে কলিযুগ এসে গেছে।
জানা যায়, আলিগড়ের বাসিন্দা ৮০ বছরের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সুপারভাইজার মুনেশ কুমার গুপ্তা এবং তার স্ত্রী ২০১৮ সাল থেকে সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। বিষয়টি পুলিশের কাছে পৌঁছালে ওই দম্পতিকে পারিবারিক কাউন্সেলিং সেন্টারে পাঠানো হয়।
বিরোধের সমাধান না হওয়ায় গুপ্তা ও তার স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। তবে স্বামীর কাছ থেকে ভরণপোষণের জন্য ১৫ হাজার রুপি দাবি করে পারিবারিক আদালতে পিটিশন দাখিল করেন ওই বৃদ্ধা। গত ১৬ ফেব্রুয়ারি আদালত গুপ্তাকে ভরণপোষণ হিসেবে স্ত্রীকে ৫ হাজার রুপি দিতে বলে। কিন্তু তিনি এই রায়কে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে যান।
মঙ্গলবার শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারপতি সৌরভ শ্যাম সামশেরী বলেন, ‘মনে হচ্ছে কলিযুগ এসে গেছে। এই ধরনের আইনি লড়াই চিন্তার বিষয়।’ পরে হাইকোর্ট ওই বৃদ্ধাকে একটি নোটিশ পাঠিয়েছে। আশা করা হচ্ছে, পরবর্তী শুনানিতে এই মামলার নিষ্পত্তি হয়ে যাবে।
সংবাদদাতা/ ইলিয়াস