অনলাইন ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে মহানবী হজরত মুহাম্মদ (সা)-কে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য ও অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। কটূক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও তার পক্ষ নেওয়া বিজেপির সাংসদ নিতেশ রানেকে গ্রেপ্তারে ভারত সরকারের প্রতি দাবি জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এক জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।
হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো বিবৃতিতে আরো বলা হয়েছে, মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ গত আগস্ট মাসে রাসুল (সা)-এর নামে জঘন্য কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে মহারাষ্ট্রের মুসলিম জনতা। রামগিরির বিরুদ্ধে রাজ্যজুড়ে ৫০টিরও বেশি মামলা হয়।