ওই পোস্টে তিনি লিখেছেন, ‘অনেকগুলো পণ্য ডিউটি ফ্রি করার পরেও সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজারে এর কোনো প্রভাব পড়েনি। বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। দ্রুতই মাঠে নামবে টাস্কফোর্স।’ রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে করা আসিফ মাহমুদের ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ৬০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। আর মন্তব্য করা হয়েছে ৬ হাজারের মত।
মওদুদ সুজন নামের একজন ব্যবহারকারী লিখেছেন, ‘টাস্কফোর্স দিয়ে কি কাজ হবে? যারা সিন্ডিকেট করছে, তারা পণ্য সরবরাহ বন্ধ/বিঘ্ন ঘটালে সেটার বিকল্প কি? বিকল্প না করে কোনো পদক্ষেপ ব্যাকফায়ার করতে পারে।’ জয়নাল আবেদীন লিখেছেন, ‘বাজার মনিটরিং ভালোভাবে করতে হবে।’ জানা যায়, খোলা বাজারে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচসহ সব সবজির দাম বাড়তে শুরু করেছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
সংবাদদাতা/ ইলিয়াস