অনলাইন ডেস্ক : খুলনার দিঘলিয়া উপজেলায় এক যুবককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে খানজাহান আলী থানার ফুলতলা হাউজিং এস্টেট (কাশবন) এলাকার একটি নালা থেকে গলায় গামছা বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম সাকিব শেখ (৩০)। তিনি দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রামের কামাল শেখের ছেলে। নিহত ব্যক্তির মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা না হলেও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জনি শেখ ও আসাদুল ইসলাম নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা দিঘলিয়া উপজেলার বাসিন্দা এবং নিহত সাকিবের স্বজন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সাকিব তাঁর ভ্যান নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিষয়টি থানায় জানান। সোমবার খানজাহান আলী থানার হাউজিং এলাকা থেকে খানজাহান আলী থানা ও দিঘলিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা লাশটি সাকিবের বলে শনাক্ত করে। লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল। লাশটি কলাপাতা দিয়ে ঢাকা ছিল। গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়।