রোববার (১৩ অক্টোবর) ছিল হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গোপূজা। এদিন প্রতীমা বিসর্জনে সমুদ্র সৈকতে আয়োজন করা হয়েছিল বিসর্জন অনুষ্ঠানের। জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বিসর্জন অনুষঠানে বক্তব্য দেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মো. রহমত উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু।
কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দীপক শর্মা দীপু জানান, এবার কক্সবাজার সমুদ্র সৈকতে বিসর্জন হয়েছে ৩৪০টি প্রতিমা। কক্সবাজার শহর, জেলার বিভিন্ন উপজেলা এবং পার্বত্য বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি থেকে প্রতিমা এসেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এবার কক্সবাজার জেলায় ১৫১টি প্রতিমা ও ১৭০টি ঘট পূজা মিলিয়ে জেলায় ৩২১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন ছিল। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা পুরো জেলায় দূর্গোৎসবের নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
সংবাদদাতা/ ইলিয়াস