বুধবার (১৬ আগস্ট) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিনোকদিয়া বাজার প্রাঙ্গণে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত তরিকুল ইসলাম সুজনকে সহযোগিতা ও সমবেদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, তরিকুল নগরকান্দা থেকে খুনি হাসিনার পতনের আন্দোলনে ঢাকায় গিয়ে গুলিবিদ্ধ হন। শুধু তরিকুল একা নয়, খুনি হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে এমন হাজার হাজার ছাত্র-জনতা পঙ্গু হয়েছেন এবং মারা গেছেন। এই খুনি হাসিনার ও তার দোসরদের গুম, খুন ও লুটপাটের বিচার বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ। শামা ওবায়েদ হুঁশিয়ারি করে বলেন, কোনো অনুপ্রবেশকারীর জায়গা বিএনপিতে হবে না। যে-সব নেতাকর্মীরা টানা ১৭ বছর হামলা, মামলা, জেল, জুলুম ও হুলিয়া মোকাবেলা করে বিএনপি করেছেন। আগামীতে তারাই বিএনপিকে সুসংগঠিত করবেন।
সংবাদদাতা/ ইলিয়াস