অনলাইন ডেস্ক : ঢাকা ওয়াসা পয়োবর্জ্য পরিশোধন করতে ৩ হাজার ৭১২ কোটি টাকা ব্যয়ে দাশেরকান্দি পয়োশোধনাগার প্রকল্প হাতে নেয়। কিন্তু গুলশান ও বনানীসহ বেশকিছু এলাকার পয়োবর্জ্য শোধনাগারে পৌঁছানোর পাইপলাইন (নেটওয়ার্ক) তৈরি না হওয়ায় মুখথুবড়ে পড়েছে প্রকল্পটি। এক টাকা রাজস্ব আয় না হলেও এ প্রকল্পের পেছনে প্রতিষ্ঠানটি বছরে খরচ করছে প্রায় ২২৫ কোটি টাকা। কাজ অসম্পূর্ণ থাকলেও বিল ঠিকই বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিকাদারকে।
সংবাদদাতা/ ইলিয়াস