অন্যদিকে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ওই সময় বায়ুদূষণে ৪২৬ স্কোরে শীর্ষে উঠে আসে পাকিস্তানের লাহোর। ৩৫৩ স্কোরে দ্বিতীয় অবস্থানে ভারতের দিল্লি। এ ছাড়া উগান্ডার কাম্পালা ১৭৪ স্কোরে চতুর্থ, ১৫৫ স্কোরে ইন্দোনেশিয়ার বাতাম পঞ্চম, একই স্কোরে ষষ্ঠ অবস্থানে উঠে আসে বাহরাইনের মানামা ও সপ্তম অবস্থানে নেপালের কাঠমাণ্ডু, ১৪৮ স্কোরে অষ্টম অবস্থান ছিল কুয়েতের কুয়েত সিটি ও দশম অবস্থানে উঠে আসে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা।
সংবাদদাতা/ ইলিয়াস