অনলাইন ডেস্ক : বাফুফের বর্তমান নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম এবং নীলফামারীর সংগঠক আব্দুল হাফিজ আজ দুপুরের পর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আগামীকাল সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রত্যাহারের সময় রয়েছে। বিকেল তিনটায় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। মনোনয়ন গ্রহণের শেষ দিনের মতো আগামীকাল প্রত্যাহারেও নাটকীয়তা থাকতে পারে। দুপুর দু’টার পর কেউ প্রত্যাহার করতে চাইলে নির্বাচন কমিশন সেটা গ্রহণ করতে পারবে না।
বাফুফে নির্বাচনে এবার সভাপতি পদে তাবিথ আউয়ালের জয় শুধুই সময়ের অপেক্ষা। সকল আকর্ষণ সিনিয়র সহ-সভাপতি পদকে ঘিরে। দুই হেভিওয়েট প্রার্থী তরফদার রুহুল আমিন ও ইমরুল হাসান দুই জনই এখন পর্যন্ত নির্বাচনী ময়দানে। এখনো বিভিন্ন মহল থেকে সমঝোতার চেষ্টা চলছে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান নির্বাচন করতে প্রস্তুত।
তিনি শেষ পর্যন্ত অনড় অবস্থানে থাকলে তরফদার রুহুল আমিনের সরে যাওয়ার সম্ভাবনা আছে এমন গুঞ্জন রয়েছে। চারটি সহ-সভাপতি পদের বিপরীতে প্রার্থী ছয় জন। সাবেক জাতীয় ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিককে প্রত্যাহারের অনুরোধ করেছে বিভিন্ন পক্ষ। তিনি নির্বাচন করবেন-ই এমন অবস্থানে দৃঢ়। আগামীকাল দুপুর দু’টার মধ্যে দু’টি মনোনয়ন প্রত্যাহার না হলে এই পদেও নির্বাচন হবে। পদের চেয়ে দ্বিগুণের বেশি প্রার্থী সদস্য। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি।
বিভিন্ন সূত্রের খবর, সদস্য পদে আরো কয়েকজন মনোনয়ন প্রত্যাহার করতে পারেন। এরপরও ১৫ পদের জন্য প্রার্থীর সংখ্যা ত্রিশের উপরেই থাকবে। নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন। সবাই নানা মাধ্যমে ভোট চাইছেন। ভোটের ময়দানে সক্রিয় রয়েছেন ফিফা থেকে নিষিদ্ধ বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও। তার স্ত্রী তাসমিয়া রেজোয়ানা সদস্য প্রার্থী। গতকাল শুক্রবার দুপুরে বাফুফে নির্বাচনে অনেক কাউন্সিলর ও বর্তমান কমিটির কর্মকর্তাদের বাসায় বিরিয়ানি পাঠিয়েছেন সোহাগ। এতে বিব্রত হয়েছেন অনেকেই।
সংবাদদাতা/ ইলিয়াস