অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ নতুন করে ২৩ দফা প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। একইসঙ্গে জামায়াতে ইসলামীর নেতাদের মতো আওয়ামী লীগ নেতাদের বিচার করে ফাঁসি দেওয়ারও দাবি জানিয়েছেন দলটি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। শনিবার বিকেল সোয়া ৪টায় যমুনায় সামনে সাংবাদিকদের এসব কথা বলেন অলি আহমদ। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সংলাপ করেন এলডিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা পালিয়েছেন, চোর কী করে ভালো থাকে। একাত্তরের যুদ্ধাপরাধে জামায়াত নেতাদের তো ফাঁসি হয়েছে। এখন ওদেরকে (আওয়ামী লীগ) ফাঁসি দিতে হবে। জামায়াতকে তো ফাঁসি দিয়েছেন, এখন আওয়ামী লীগকে ফাঁসি দেন। এটা আপনাদের দায়িত্ব। এছাড়া দুর্নীতিবাজদের ধরা, জনগণের লুণ্ঠন করা টাকা ফেরত আনা, অভ্যুত্থানের সময় হত্যায় অংশ নেয়াদের বিচারের আওতায় আনা এবং সংস্কার প্রক্রিয়া আরও দ্রুত করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এলডিপি প্রধান অলি আহমদ।
সংবাদদাতা/ ইলিয়াস