অনলাইন ডেস্ক : রংপুরে আওয়ামীলীগ নেতা হারাধন রায় হারা ও তার সঙ্গী সবুজ নিহতের ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে। হারাধন রায়ের স্ত্রী কনিকা রানী বাদী হয়ে মামলাটি করেছেন। সেই প্রতিবাদে রোববার বেলা ১১টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে মামলা প্রত্যাহারের জন্য ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সংগঠনটির সমন্বয়করা।
শনিবার রাত ৯টায় রংপুর কোতোয়ালী থানার সামনে করা এক সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিব আখতার। তিনি বলেন, ওই আন্দোলনে আমরা সবাই অংশ নিয়েছিলাম। তাহলে আমরাও আসামি। আমি নিজেই পুলিশের কাছে যাবো, বলবো আমাকে গ্রেপ্তার করেন। পুলিশ প্রশাসনের এ ধরণের স্বেচ্ছাচারিতা বরদাশত করা যাবে না বলে জানান তিনি।