মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?

সৃজিত-মিথিলা। মিডিয়া পাড়ায় আলোচিত এক নাম। গত শুক্রবারই বিয়ে করেছেন তারা। আর পরের দিন, অর্থাৎ শনিবারেই মধুচন্দ্রিমার উদ্দেশে পাড়ি দিয়েছেন সুদূর সুইজারল্যান্ডে। তবে উদ্দেশ্য শুধুই ‘হানিমুন’ নয়। ব্যক্তিগত দরকারের জন্যই মূলত সুইজারল্যান্ড ভ্রমণ। জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডি রেজিস্ট্রেশন করবেন। আর সেই কারণেই মধুচন্দ্রিমার জন্য আল্পস ঘেরা ওই দেশকেই বেছে নিয়েছেন তাঁরা। কাজটাও সারা হবে […]