অনলাইন ডেস্ক : ভারতের রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে রীতিমতো নড়েচড়ে বসেছে মুম্বাইয়ের প্রশাসন। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় মুম্বাইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। বাবা সিদ্দিকির খুনের পর রীতিমতো থমথমে পরিবেশ বিরাজ করছে বলিউড অঙ্গনেও।

বহু তারকা যেমন কথা বলছেন এই বিষয়ে, তেমনি অনুরাগীরাও নিজেদের মতামত ও ভয় প্রকাশ করছেন। সালমান খানের জীবনশঙ্কায় তার কাছের মানুষজন। অনেকেই পরামর্শ দিচ্ছেন ক্ষমা চেয়ে নিতে। একই পরামর্শ দিলেন সংগীতশিল্পী অনুপ জালোটা।
অনুপ জালোটা মনে করেন, সালমান খানের ক্ষমা চাওয়া উচিত। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপ জলোটা সালমান খানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মতপ্রকাশ করেছেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দাবিতেও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। সালমানকে ক্ষমা চাওয়ার অনুরোধ করে অনুপ জলোটা বলেন, ‘সালমানের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যে তিনি যেন মন্দিরে যান এবং তার নিরাপত্তা এবং পরিবারের ঘনিষ্ঠ বন্ধুদের নিরাপত্তার জন্য ক্ষমা চান।
আমি নিশ্চিত তিনি তাকে ক্ষমা করবেন।’ অনুপ জলোটা আরও বলেন, ‘সালমানকে যেতে হবে এবং তারপর নিরাপদ জীবন-যাপন করা উচিত। বিষয়টি জটিল করার সময় নয়। হত্যা করুক বা না-ই করুক, সালমানের ক্ষমা চাওয়া উচিত। মারামারি করে কেউ কিছু করতে পারবে না। অনুপ আরো বলেন, ‘আমি শুধু বলতে চাই, কে খুন করল, কে করল না, সেটা ভেবে দেখার সময় এখন নয়। জনগণের বোঝা উচিত সালমানের ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকিকেও লরেন্স গ্যাং হত্যা করেছেন বলে দায় স্বীকার করেছেন।’
১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সালমানের নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় সালমান। লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন এই গ্যাং এর আগে একাধিকবার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে। বাড়িতে হামলাও চালিয়েছে। আর সর্বশেষ সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরেই খুন হতে হয়েছে এনসিপি (অজিত) নেতা বাবা সিদ্দিকিকে। যে ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে ভারতে।

 

সংবাদদাতা/ ইলিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!