অনলাইন ডেস্ক : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৯ জন ডেঙ্গু রোগী। মৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার উদয়খালী এলাকার মঈজ উদ্দিনের মেয়ে সাজেদা খাতুন (৪৫) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংকরপুর এলাকার আ. রহমানের ছেলে আব্দুস সাত্তার (৫০)।

আজ বৃহম্পতিবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাজেদা খাতুন গত ২৭ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে ৩০ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজেদা খাতুন ডেঙ্গু ছাড়াও ফুসফুসের ইনফেকশন রোগে ভুগছিলেন। আ. সাত্তার গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে আজ সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডেঙ্গু জ্বর ছাড়াও তিনি কিডনির রোগে ভোগছিলেন। ডেঙ্গু ফোকাল আরও বলেন, হাসপাতালে মোট ৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে পুরুষ ৩৩ জন, ম‌হিলা ৫ জন, শিশু একজন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২১ জন, ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।
সংবাদদাতা / ইলিয়াস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!