অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেছে ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সফিপুর বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ইউএনও একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তিনি এ বিষয়ে খোঁজখবর নিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
পুলিশ, ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, উপজেলার সফিপুর বাজার এলাকায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজারে মুদি দোকানদার আরিফ ও রাজু মিয়ার দোকানে মালপত্র ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকায় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা কয়েকজন ছাত্রের সঙ্গে ব্যবসায়ীদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করে স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ব্যবসায়ীদের বাধা দিলে ব্যবসায়ীরা পুলিশসহ ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও তাঁর সঙ্গে থাকা লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে কালিয়াকৈরের ইউএনও কাউছার আহমেদ অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আন্দোলনকারী ব্যবসায়ীরা পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী খান বলেন, তারা ঘটনাস্থলে আসার আগেই জড়িতরা পালিয়ে যায়। সরকারি কাজে যারা বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কালিয়াকৈরের ইউএনও কাউছার আহমেদ বলেন, কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলার সফিপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাজারের ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেয়। সরকারি কাজে বাধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এর সঙ্গে জড়িত ব্যবসায়ীরা পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সংবাদদাতা / ইলিয়াস